সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় নরসিংদীর পলাশ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম শফি কে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড -২০২২ প্রদান করা হয়েছে।শনিবার (২৫ জুন) বিকালে রাজধানীর পল্টন টাওয়ারে ইকোনমিক রিপোর্টাস ফোরাম মিলনায়তনে বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এ গোল্ডেন এ্যাওয়ার্ড ও সনদ প্রদান করা হয়।এসময় হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী এস এম শফির হাতে এ্যাওয়ার্ড ও সনদ তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আতা উল্লাহ খান, মহাসচিব এম এইচ আরমান চৌধুরী,ব্যারিস্টার জাকির আহম্মদ, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক কবি হাসিনা মমতাজ, ভারতের কবি কামনা দেব ত্রিপুরা প্রমুখ।