বাঙালির আত্মমর্যাদা ও অহংকারের প্রতীক বহুল প্রতীক্ষিত,পদ্মা নদীর উপর নবনির্মিত স্বপ্নের পদ্মাসেতুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উদ্বোধন উপলক্ষে নরসিংদী জেলার পলাশ উপজেলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শনিবার (২৫ জুন) সকালে পলাশ উপজেলা সদরে প্রধান প্রধান সড়কে আনন্দ শোভাযাত্রা শেষ হয় পলাশ বাসস্ট্যান্ডে আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে।এসময় উপস্থিত ছিলেন জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী,ঘোড়াশাল পৌর ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মেয়র আল মুজাহিদ হোসেন তুষার,উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃর্ধা,ঘোড়াশাল পৌর প্যানেল মেয়র ও ঘোড়াশাল শহর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন,ঘোড়াশাল পৌর কাউন্সিলর জাহিদ হাসান ভূইয়া,উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান,উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, সাধারণ সম্পাদক এস এম আওলাদ হোসেন শেখর সহ উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর পদ্মার উপর নিজস্ব অর্থায়নে বিশাল স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ বাঙালির ইতিহাসের আরেকটি মাইলফলক। এসময় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।