নরসিংদীর পলাশে নবীর মিয়া (৩২) নামে একাধিক মামলার সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির এএসআই হারুন অর রশিদের নেতৃত্বে পুলিশের একটি টিম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গাউছিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত নবীর মিয়া পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের গালিমপুর গ্রামের হাছেন আলীর ছেলে। তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, গ্রেপ্তারকৃত নবীর মিয়ার বিরুদ্ধে দ্রুত বিচার আইন মামলায় ২ বছরের সাজাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইনেও মামলা রয়েছে।সে দীর্ঘ বছর ধরে পলাতক ছিল।