নরসিংদীর পলাশ উপজেলার প্রথিতযশা সাংবাদিক, কবি ও সংগঠক বোরহান মেহেদীর ৬৩ তম জন্মদিন আজ।১৯৫৫ সালের ৫ ই জুলাই নরসিংদীর ঘোড়াশাল পৌরসভার পাইকসা গ্রামে এক মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন তিনি।ছাত্র জীবন থেকে লেখালেখির হাতে খড়ি। মূলত কবিতা লেখার মাধ্যমে তার সাহিত্যাঙ্গনে পদার্পণ।দীর্ঘ জীবনে লেখেছেন অসংখ্য কবিতা ও প্রবন্ধ।এশিয়ার অন্যতম বৃহঃতম সংগঠন ছাএলীগের নেতৃত্ব সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃত্ব দিয়েছেন।সাংবাদিকতা করেছেন-দৈনিক জনকন্ঠ, দৈনিক মিল্লাদ সহ বিভিন্ন জাতীয় পএিকায়। দীর্ঘদিন পলাশ প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন।২০২০ সালে কবির প্রথম কাব্যগ্রন্থ "জলের পুঞ্জিভূত " ব্যাপক সারা ফেলেছে পাঠক সমাজে।রয়েছে একাদিক যৌথ কাব্যগ্রন্থ। বর্তমানে তিনি-দৈনিক খোলা কাগজ পলাশ প্রতিনিধি ও অনলাইন নিউজ পোর্টাল পাবলিক বাংলা পএিকার সম্পাদক হিসেবে কর্মরত আছেন।এছাড়াও ঘোড়াশাল শহর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করছেন।বরেন্য এই কবির ৬৩ তম জন্মদিনে জনগণের বাণী পরিবারের পক্ষ থেকে প্রানঢালা অভিনন্দন ও শুভেচ্ছা।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি