নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় কোরবানির বর্জ্য পরিস্কার পরিচ্ছন্নতার জন্য পরিচ্ছন্ন কর্মীদের মাঝে বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার ( ৯ই ) জুলাই সকালে ঘোড়াশাল পৌরসভায় পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে কোরবানির বর্জ্য পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ব্লিচিং পাউডার, ড্রাম, হ্যান্ড সেনেটারী, মাক্স, চশমা, পোশাক সহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন – ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।এসময় উপস্থিত ছিলেন, পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান, পৌর কাউন্সিলর মোঃফরহাদ হোসেন,মোঃশহিদুল ইসলাম রুমেল,মোঃবিল্লাল হোসেন,লিজা আক্তার,লিমা আক্তার, পৌর কর্মকর্তাগণ,পরিচ্ছন্ন কর্মীগণ সহ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।