নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার পৌর অডিটোরিয়ামে সিলেট,সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ বন্যার্তদের সাহায্যার্থে মাস ব্যাপী শুরু হয়েছে পৌর বাণিজ্য মেলা।
প্রতি সপ্তাহে টিকেটের কুপনের ড্র অনুষ্ঠিত হয়। বুধবার লটারিতে মোটরসাইকেল পাওয়ার পর আরো বেশি জমে উঠেছে পৌর বাণিজ্য মেলা। মেলায় বিনোদনের জন্য বিভিন্ন রাইড রয়েছে যেমন,নাগরদোলা, নৌকা, ভূতের বাড়ি, ট্রেন, ঘোড়া চত্বরে বেড়ানো সহ ইত্যাদি। এছাড়াও বিভিন্ন কেনাকাটার জন্য বিভিন্ন ষ্টল রয়েছে যেমন,বাহারি ধরনের কসমেটিকের ষ্টল,কাপড়ের ষ্টল,খেলনার ষ্টল,শো-পিছের ষ্টল ইত্যাদি।
মেলায় রয়েছে বিভিন্ন ফাস্টফুট খাবারের দোকান।গাজীপুরের জামালপুর থেকে আসা রাবেয়া আক্তার নামে এক দর্শনার্থী জানান, ঈদের সময়ে আশে পাশে বিনোদন কেন্দ্র না থাকায় বাচ্চাকে নিয়ে মেলায় এসেছি, খুব ভালো লেগেছে মেলার পরিবেশ খুব সুন্দর ও জিনিস পত্রের দামও কম। পলাশ থেকে আসা রিপন নামের এক দর্শনার্থী জানান পরিবার নিয়ে মেলায় ঘুরতে এসেছি, কেনাকাটা করলাম ও বাচ্চাদের বিভিন্ন রাইড শেয়ারিং করলাম,মেলায় এসে খুব ভালো লেগেছে, প্রতি বছর এরকম পৌর বাণিজ্য মেলার আয়োজন করার জন্য কতৃপক্ষের কাছে আহবান করেন।
ঘোড়াশাল পৌর এলাকার অনেক দর্শনার্থী মেলা এরকম শীতলক্ষ্যা নদীর পাড়ে পৌর অডিটোরিয়ামে প্রতি বছর পৌর বাণিজ্য মেলার আয়োজন করার জন্য মেলা কতৃপক্ষের কাছে আহবান জানান। পৌর বাণিজ্য মেলার ষ্টলগুলোর সাথে কথা জানাযায়, মেলায় বিক্রি ভালো।
পৌর বাণিজ্য মেলার পরিচালক আতিকুর রহমান জানান ঈদে দর্শনার্থীদের প্রচুর ভীড়। এদিকে মেলা কতৃপক্ষের সাথে কথা বলে জানান,আমরা ঘোড়াশাল পৌর অডিটোরিয়ামে সিলেট, সুনামগঞ্জ, কুড়িগ্রাম সহ বিভিন্ন জেলায় বন্যা হওয়ায়, আমরা তাদের সাহায্যার্থে পৌর বাণিজ্য মেলার আয়োজন করেছি এবং সবাইকে মেলায় আসার জন্য মানবিক সহায়তায় শরিক হওয়ার জন্য আহবান জানান।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি