নরসিংদীর পলাশ উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) আল্লাহ ও হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটূক্তি করে পোস্ট দেওয়ায় প্রশান্ত কর শ্রাবণ (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৭ জুলাই) রাত দেড়টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের রাবান এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।প্রশান্ত কর শ্রাবণ রাবান এলাকার মৃত নারায়ণ কর এর ছেলে।পুলিশ জানায়, গত রোববার রাতে অভিযুক্ত যুবক তার পিকে শ্রাবণ নামে ব্যক্তিগত একটি ফেসবুক আইডি থেকে মহান রাব্বুল আলামীন ও হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে পোস্ট দেয় ও কটূক্তিমূলক মন্তব্য করে। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার সৃষ্টি ও উত্তেজনার সৃষ্টি হয়। পাশাপাশি শ্রাবণকে গ্রেপ্তার ও বিচারের দাবী জানানো হয়। এ নিয়ে বিশৃঙ্খলা এড়াতে থানা পুলিশ দ্রুত তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ওই যুবককে আটক করে।পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ জানান, আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি