নরসিংদীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়ে। সোমবার (১৮ জুলাই) দুপুরে রায়পুরার মেথিকান্দায় এলাকায় এক নারী ও একই দিন বিকেলে নরসিংদী শহরের তরোয়া এলাকায় এক বৃদ্ধ ট্রেনে কাটাপড়ে মারা যান।রেলওয়ে পুলিশ জানায়, সোমবার দুপুরে রায়পুরার মেথিকান্দা-শ্রীনিধিতে ট্রেনে কাটা এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে। মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেয়। বিকেলে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে। দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।অপর দিকে একই দিন বিকেলে নরসিংদী শহরের তরোয়া এলাকার বৃদ্ধ আবদুল করিম নামাজ শেষে রেলে বসে কথা বলার সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেসের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নরসিংদী ফাঁড়িতে নিয়ে যায়।নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজন নিহত হয়েছেন। আমরা একজনের পরিচয় নিশ্চিত করতে পেরেছি। অপর নারীর পরিচয় শনাক্তে কাজ করছি।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি