1. admin@jonogonerbani.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৯:৫৮ পূর্বাহ্ন

ইতিহাস গড়ে ভারতের রাষ্ট্রপতি হলেন- দ্রৌপদী মুর্মু

  • প্রকাশিতঃ বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

ভারতের ১৫তম রাষ্ট্রপতি নির্বাচনে পঞ্চদশ রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন দেশটির সাঁওতাল আদিবাসী দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি নির্বাচনে জয়ের জন্য দ্রৌপদীর প্রয়োজন ছিল ৫ লাখ ৪০ হাজার ৯৯৬ ভোট। আর সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দ্রৌপদী ভোট পেয়েছেন ৫ লাখ ৭৭ হাজার ৭৭৭টি ভোট। দ্রৌপদীর বিজয়ের খবরে বিজেপির সদর দপ্তরে উৎসব শুরু হয়েছে।ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ পর পর দু’বার (১৯৫২ ও ১৯৫৭) সালে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছিলেন। সেকারণে ১৬তম রাষ্ট্রপতি নির্বাচন হলেও দ্রৌপদী দেশটির ১৫তম রাষ্ট্রপতি।গত ১৮ জুলাই ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য এবং রাজ্যগুলোর সংসদ সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টায় ভোটগণনা শুরু হয়।রাষ্ট্রপতি নির্বাচনে ভুল ভাবে ব্যালট পেপারে দাগ দেওয়ার কারণে ১৫ সংসদ সদস্যের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। প্রথম রাউন্ডে সংসদ সদস্যদের ভোটগণনা শেষে দ্রৌপদীর পক্ষে পড়ে ৫৪০টি ভোট। আর প্রতিদ্বন্দ্বী যশবন্ত সিনহা পেয়েছেন ২২৮টি ভোট। অর্থাৎ, ৭২ দশমিক ১৯ শতাংশ সংসদ সদস্যই দ্রৌপদীকে ভোট দিয়েছেন।

আরো খবর দেখুন এখানে
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি
Developed By Bongshai IT