নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল সাদ্দাম বাজার ব্যবসায়ী সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১শে) জুলাই বিকালে বাজারের উন্নয়ন ও সার্বিক বিষয় নিয়ে বাজারের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন- ঘোড়াশাল পৌরসভার মেয়র ও পলাশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃআল মুজাহিদ হোসেন তুষার।
এসময় উপস্থিত ছিলেন ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ মোঃইলিয়াস হোসেন,পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান,ঘোড়াশাল পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান,ঘোড়াশাল পৌর কাউন্সিলর জাকিয়া সুলতানা লিজা,মোঃইমরান হোসেন,মোঃফরহাদ হোসেন,সাদ্দাম বাজারের সভাপতি মোঃ মিশু মেহেদী, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শমসের রুবেল, পৌর ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জনি সহ সকল ব্যবসায়ীগণ।
পৌর মেয়র তাৎক্ষণিক ভাবে সাদ্দাম বাজারের দীর্ঘদিনের চাওয়া টয়লেট, পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা সহ বিভিন্ন সমস্যা সমাধানে সিদ্ধান্ত নেওয়া হয় এবং বাজারের উন্নয়নে সব ধরনের সার্বিক সহযোগিতা করার আহবান জানান।