নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার প্রতিটি এলাকায় ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ যাচ্ছেন – ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।
শনিবার (২৩শে) জুলাই ঘোড়াশাল পৌর এলাকার ১নং ওয়ার্ড খানেপুরে পৌরবাসীর জনসম্মুখে সবার মতামত নিয়ে সামাজিক দরবারে বিরোধ মিমাংসা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঘোড়াশাল পৌর প্যানেল মেয়র ও কাউন্সিলর মোঃ কবির হোসেন ও লিজা আক্তার।
পৌর কাউন্সিলর বিল্লাহ হোসেন, শাহানা আক্তার, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নোমান রাজা এবং স্হানীয় গণ্যমান্যব্যক্তিবর্গ সহ রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।