বৃক্ষপ্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীরতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৫শে)জুলাই বিকাল ৪ টায় সপ্তাহব্যাহী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করেন নরসিংদী জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।জেলা প্রশাসন ও নরসিংদী সামাজিক বন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা সাইদুল ইসলাম।মেলায় ২০টি স্টলে দেশি বিদেশি প্রজাতির গাছের চারা পাওয়া যাবে। অনুষ্ঠানে প্রধান অতিথি কর্তৃক গাছের চারা বিতরন করা হয় এবং পলাশ ফুলের চারা রোপন করা হয়।মেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে লভ্যাংশ বিতরন করা হয়।বিব মানিকদি হইতে শিমুলিয়া এক কিঃমি পর্যন্ত ১৯৯৪-৯৫ অর্থবছরে সামাজিক বাগানের শিবপুর উপজেলার উপকার ভোগীদের মাঝে লভ্যাংশের টাকা উপকারভোগী ২৪ জনের মাঝে দশ লাখ একষট্রি হাজার একশতো চৌরাশি টাকা বিতরন করা হয়।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি