নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভায় শিশুদের জন্ম নিবন্ধনে সহযোগিতা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪শে) জুলাই ঘোড়াশাল পৌরসভার সভা কক্ষে জন্ম নিবন্ধনে (০ থেকে ৪৫ দিন শিশুদের) সহযোগিতা এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করেন- ঘোড়াশাল পৌর মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার।
এসময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর মোঃ কবির হোসেন,মোঃ জাহিদ হাসান ভূইয়া, মোঃ জুলহাস মিয়া,মোঃ শহিদুল ইসলাম রুমেল, মোঃ বিল্লাল হোসেন, মোঃ ইমরান হোসেন, মোঃ নুরুল ইসলাম, মোঃ ফরহাদ হোসেন,মোঃ সারোয়ার হোসেন। মহিলা পৌর কাউন্সিলর লিজা আক্তার,শাহিনা আক্তার, লিমা আক্তার, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজেল হাওলাদার (তাজুল),পৌর কর্মকর্তাগণ সহ প্রাইভেট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টার এর প্রধানগণ প্রমুখ।