নরসিংদীর পলাশ উপজেলায় বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সন্ধ্যায় পলাশ উপজেলা আ.লীগের প্রধান কার্যালয়ে আলোচনা সভা,কেক কাটা সহ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন আনুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বি এম আওলাদ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-২ এর সাংসদ ও পলাশ উপজেলা আ.লীগের সভাপতি ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃআল মুজাহিদ হোসেন তুষার,জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রফেসর কামরুল ইসলাম গাজী,উপজেলা ভাইস চেয়ারম্যান কারী উল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, ঘোড়াশাল পৌর আ.লীগের সভাপতি মোঃশরীফুল হক শরিফ,পৌর আ.লীগের সাধারণ সম্পাদক এস এম শফি, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা,চরসিন্দুর ইউপি চেয়ারম্যান ও চরসিন্দুর আ.লীগের সভাপতি মোঃমোফাজ্জল হোসেন রতন,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন,জিনারদী ইউনিয়নের আ.লীগের সভাপতি তারনী চন্দ্র দাস,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রনি প্রধান,সাধারণ সম্পাদক এস এম আরিফ,উপজেলা শ্রমিকলীগের সভাপতি আমিনুল ইসলাম ভূইয়া,ঘোড়াশাল শহর সেচ্ছাসেবকলীগের আহবায়ক সৈয়দ জয়নাল হোসেন, নরসিংদী জেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী মোজাম্মেল হক টিপু সহ উপজেলার আ.লীগ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ প্রমুখ।