সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত খেলেছে বাংলাদেশ দল। টানা দুই জয়ের পর আজ তৃতীয় ম্যাচেও জিতেছে দলটি। মালদ্বীপকে ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।ভারতের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে চার গোলের মধ্যে তিনটিই করেছেন মিরাজুল।অন্য গোলটি করেছেন রফিকুল ইসলাম।এই মিরাজুলের গোলেই বাংলাদেশ প্রথম ম্যাচে শ্রীলঙ্কা হেরেছিল। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে গোল পাননি তিনি। আজ তৃতীয় ম্যাচে আবার জ্বলে ওঠেন মিরাজুল। ম্যাচের ১৮ মিনিটে তার গোলে বাংলাদেশ এগিয়ে যায়। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৩১ মিনিটে রফিকুল গোল করেন। প্রথমার্ধ শেষ হওয়ার মিনিট তিনেক আগে মিরাজুল নিজের হ্যাটট্রিক ও দলের চতুর্থ গোল করেন। এই ম্যাচ জেতায় তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত হওয়ার পথে বাংলাদেশ। বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে নেপালের বিপক্ষে ২ আগস্ট।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি