‘বৃক্ষপ্রাণে প্রকৃতি- প্রতিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’
এই প্রতিবাদ্যকে সামনে রেখে নরসিংদী জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ নরসিংদী কর্তৃক বৃক্ষমেলার আয়োজন করা হয়। রবিবার বিকাল ৪ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সমাপনী অনুষ্ঠান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি বন সংরক্ষক-ব্রজগোপাল রায়।অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোস্তফা মনোয়ার এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নার্সারি মালিক সমিতির সভাপতি ইলিয়াছ।বন বিভাগ কর্তৃক রেঞ্জ কর্মকর্তা আব্দুর রশিদ জানান যে এই বারের সাতদিনের বৃক্ষমেলায় জেলা প্রশাসক কার্যালয়ে সার্বিক সহযোগিতা এবং পরামর্শে চমৎকার আয়োজন করা হয়েছে অল্প সময়ের ভিতরে।যৌথভাবে জেলা প্রশাসক এবং বিভাগীয় বন কর্মকর্তার স্বাক্ষরিত সনদ সভাপতির হাত দিয়ে প্রথম দ্বিতীয় তৃতীয় এর মাঝে সম্মান স্বারক ক্রেস্ট তুলে দেন এবং ২০ টি স্টল মালিককে সনদ দেয়া হয়।সামাজিক বন বিভাগ জানান বৃক্ষমেলায় বিক্রিত চারার সংখ্যা ৯৪৪৮ টি, বিক্রিত চারার মুল্য ৯৩৩৭৪৫ টাকা। গড়ে প্রতিদিন ৬ হইতে ৭ হাজার লোক মেলায় আগমন করেছেন।