নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষে তিনজন খুনের মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামী গ্রেপ্তার হয়েছে। র্যাব-১১, নরসিংদী এর একটি চৌকস অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৭ আগস্ট) দিবাগত রাত সোয়া তিনটায় নরসিংদী শহরের বিলাসদী ব্যাংক কলোনী এলাকা থেকে পুলিশের উপর হামলা ও তিন খুন মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামী মোঃ জামাল (৩৫) কে গ্রেপ্তার করেছে। সে রায়পুরা উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নের শাহ জাহান এর পুত্র। জামাল নিলক্ষ্যা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত প্রার্থী আঃ হক সরকারের সমর্থক। র্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মোঃ শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ২০১৬ সালের ১৩ নভেম্বর রায়পুরা থানার নিলক্ষ্যা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে পরাজিত পার্থী আঃ হক সরকার এর সমর্থক এবং বিজয়ী চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজু গ্রুপের লোকদের সাথে নির্বাচন হওয়ার পর হতে নিলক্ষ্যা ইউপি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় চমর উত্তেজনা বিরাজ করে। যার জের ধরে ১৪ নভেম্বর ২০১৬ তারিখে উভয়পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র, লাঠি, বল্লম, টেটা, ককটেল বোমা, অগ্নেয়াস্ত্রসহ সংঘর্ষে লিপ্ত হয়। উক্ত দাঙ্গা নিয়ন্ত্রণের লক্ষ্যে ঘটনাস্থলে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে পুলিশ প্রথমে টিয়ারশেল এবং পরে ৩০০ রাউন্ড শট গানের ফাঁকা গুলি বর্ষণ করে। ইহাতেও পক্ষদ্বয় দাঙ্গা হতে বিরত না হয়ে আরও শক্তিশালী হয়ে পুলিশকে লক্ষ্য করে দেশীয় টেটা, বল্লম, ককটেল বোমা নিক্ষেপসহ আগ্নেয়াস্ত্র দ্বারা গুলি বর্ষণ করতে করতে পুলিশের টিমকে চারপাশ থেকে ঘিরে ফেলে। দাঙ্গাকারীদের ককটেল বোমার স্পিন্টারের আঘাতে মোঃ আজাহারুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ রায়পুরা, এসআই তোফাজ্জল হোসেন, এসআই জিয়াউর রহমান গুরুতর জখমপ্রাপ্ত হয় এবং এসআই আসাদুজ্জানের ডান হাতের বাহুতে ও বাম পায়ের গোড়ালিতে টেটাবিদ্ধ হয়ে গুরুতর জখম প্রাপ্ত হয়। পুলিশ সরকারী সম্পত্তি ও নিজেদের জানমালের রক্ষার্থে উপস্থিত নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে ১৭৫ রাউন্ড চায়না রাইফেলের ফাঁকাগুলি বর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। উক্ত টেটাযুদ্ধের ঘটনায় ০৩ জন দাঙ্গাকারী নিহত ও ০৫ জন পুলিশ অফিসার গুরুতর জখমপ্রাপ্ত হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে পুলিশ বাদি হয়ে রায়পুরা থানায় একটি মামলা করে, যার মামলা নং-১৯(১১)১৬। অফিসার ইনচার্জ রায়পুরা থানা আসামীদের গ্রেপ্তারের জন্য র্যাবকে অনুরোধ করে। এরই প্রেক্ষিতে আসামীর অবস্থান নিশ্চিত হয়ে গত শনিবার (৭ আগস্ট) রাত সোয়া তিনটায় নরসিংদী শহরের বিলাসদী ব্যাংক কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে আসামী জামাল কে গ্রেপ্তার করে।
প্রকাশক ও সম্পাদক:মোঃনাজমুল হক মণি
সহকারী সম্পাদক:মোহাম্মদ ইউসুফ
প্রধান কার্যালয়:আশুলিয়া, ঢাকা, বাংলাদেশ
যোগাযোগ: +880 01911121791
© জনগণের বাণী | আইটি সহায়তাঃ সাব্বির আইটি