নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল পৌরসভার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, শ্রদ্ধা নিবেদন করেন- ঘোড়াশাল পৌর মেয়র ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ মোঃ আল মুজাহিদ হোসেন তুষার,পৌর কাউন্সিলরগণ,মহিলা কাউন্সিলরগণ,পৌর কর্মকর্তাগণ,ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি,ঘোড়াশাল নদী বন্দর কর্তৃপক্ষ,পলাশ উপজেলা আওয়ামী যুবলীগ, পৌর ছাত্রলীগ,পৌর সেচ্ছাসেবকলীগ সহ বিভিন্ন সংগঠন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ও ১৫ই আগস্ট সকল শহীদদের রুহের মাগফিরাত কামনার্থে,ঘোড়াশাল পৌরসভার অডিটোরিয়ামে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত। ঘোড়াশাল পৌরসভার মেয়র ও পলাশ উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আল মুজাহিদ হোসেন তুষার এর সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজেল হোসেন হাওলাদারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক এস এম মান্নান মিয়া, পৌর কাউন্সিলর মোঃ কবির হোসেন, সারোয়ার হোসেন, নুরুল ইসলাম, শহিদুল ইসলাম রুমেল,ফরহাদ হোসেন,বিল্লাল হোসেন, লিজা আক্তার, লিমা আক্তার, শাহানা আক্তার।পৌর ছাত্রলীগের সভাপতি সৈয়দ কামরুল হাসান, সাধারণ সম্পাদক নোমান আহমেদ রাজা,পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি শমসের রুবেল,মাসুদ রাণা,আরো উপস্হিত ছিলেন,ইমাম,মুক্তিযোদা,সাংবাদিক,শিক্ষক, পৌর কর্মকর্তাগণ, মাদরাসা ও এতিমখানার ছাত্রবৃন্দ সহ স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।